গ্রীষ্মের কোনো এক মধ্যাহ্নের বিদগ্ধ অবসরে তোমার আমার দৃষ্টির প্রণয়।
সেই প্রারম্ভ সেই আদি অন্ত সেই পতনের উদ্ভব;
দুর্ভিক্ষের ইন্দ্রিয়গ্রাহ্যের ন্যায় এ জীবন প্রবাহমান
ভয় নেই ভীতস্থও নই-নেই পিছু টান
কেই বা জানতো বুক সমাজ্য জুড়ে
নিমক হারাম গ্রীষ্ম এতোটা পোড়াবে দুঃস্বপ্নের চাষাবাদী হবে উষ্ণ বুক বিচূর্ণ সহস্র যখমে?
এখনো কী উন্মাদ বেপরোয়া প্রহসনে
অবিরত বিদগ্ধ ক্ষত খননে
নিষ্ক্রিয় মৃত্তিকা আর জড়িমায় এই আমিকে অবহেলার নিরুদ্যমে পরিনত করে যাচ্ছে প্রতিনিয়তই নির্দয় গ্রীষ্ম!
অথচ সেই তাকে আমর কৈশোর,শৈশব,ভবিষ্যতের কর্ণধার ভেবে নির্দিধায় সঁপেছিলাম প্রথম প্রণয়ে তবুও পাষাণ হৃদয় গলেনি তার
এক জীবনের আশার প্রদীপ বলিদানেও;