আমাকে কেউ একদণ্ড স্বাধীনতা দিবে?
অর্ধ শতেক ধরে শ্বাসরুদ্ধ দিনযাপন করছি পরাধীন বন্দীদশায়;
শুধু একদণ্ড স্বাধীনতা চাই
রাজ্য কিংবা নিতম্ব প্রধান নারী বিলাসী জীবন রাজকীয়
পোশাক এসবের লোভ আকাঙ্ক্ষা নেই-চাইওনা কখনো।

নেহাৎ তুচ্ছ দাবিটুকু পূর্ণ হলে ভুলে যাবো দৈন্য হয়ে জন্ম
নেয়া আজন্ম পাপ,
ভুলে যাবো বিকৃত জীবনে কাটানো অন্ধকার কারাবাস—

ওয়াদা দিচ্ছি
কোনরূপ বিশৃঙ্খলা,হতাহত,দুর্ঘটনায় কারো রক্ত ঝরাবো না
নিশিকান্তের মতো জনশূণ্য স্থির নীরব হয়ে যাবো।

শুধু একদণ্ড স্বাধীনতা পেলে?
এক জীবনের দুঃখ ঝরা নিমিষেই ঢুটাবো
ক্ষণস্থায়ী মুক্তির তরে,
আফসোস করাবো না কোনকিছুর অভাববোধে
দ্বিধান্বিত নয় সহজেই মেনে নিব দাসত্ব আমৃত্যু উব্ধি হবো
ক্রীতদাস;