শুধু একবার নিজের বিবেককে জিজ্ঞাসা কর এ আমি কি ছিলাম কতটা তোমার স্পর্শকাতর?
আমি প্রেমিক মন আকৃষ্টে ফুলের উদ্যান
কতটা মিশেছিলে জুড়ে প্রাণ
কতটা অঙ্কুরিত ছিলো বুকের স্থান,
জানি একদিন এ আমিকে খোঁজবে আকাশের নক্ষত্রে নতুবা কোনো অবসরে
মনস্তাপে পুড়বে।
আমাকে অশিকারে তুমি জ্বলবে নিদারুণ
যেমন পুড়ে মৃত্তিকা চৈত্রের প্রখর দহন দাহে
মাটিই জানে তার ভেতরে কত যন্ত্রনা খননে।
তুমি আমার মনের দামে কেনা
সাশ্বত প্রেম আমি প্রেমিক সেনা,
এ যেনো হায় যুগ-যুগান্তর চেনা।
সদ্য ফোটা ফুলের ঘ্রাণে, কত ব্যাকুলতায় উড়ে আসে ভ্রমর
কতটা আকৃষ্টে ফুল কাননে।
পাঠক কাব্যের ছন্দে মুগ্ধ হয় পাঠদানে
তেমনই বিমুগ্ধে কাছে আসতে চৌম্বক যেমন লোহা বিকর্ষণে কাছে টানে।