আদি জাহেল যুগ প্রাদুর্ভাব

উলুশে বশ ধরা,

বিকৃত মনুষ্য কুল কতোয়াল

আত্মা ক্রোধে ভরা।

বিবেক বলই দম্ভোক্তিই শির তুলি

অ-স্মরণে প্রভু,

ধন-প্রাচুর্য লোভে মহাজন চুষিছে খুন

নিশি দস্যু ছারপোক হুবুহু।