নির্বাধ মোরা নির্ভীক দেশ কর্ণধার বীর্য্য—সন্তান
দ্বিপাদ দৈত্যের দশাচক্র ধ্বংশে হাঁকি মহা নিক্বান!
কভু এলে ঘোর দুর্গতি
মহাকালের টানি ইতি
বৃত্রাসুর-রাজ বেত্রবতী
দৃঢ় প্রত্যয়ে হই আগুয়ান—
ভাঙি লৌহ শিকল-বন্দিশালার অন্ধ কারা
শোসকের ওই বল্লী ছেঁটে করি শ্মশান।
জালিমের দস্তাবেজ চুর্ণেছি অধীন
বুকের খুনে রাঙিয়েছি দিগ্বীলীন!
দূরভিসন্ধি দু'পায় মলি
দেশহিতব্রতে উঠি জ্বলি,
রণ—মীরবহর মোরা শিরোভূষণ অতুল রাজার
মুষ্ঠিঘাতে ভেঙেছি ঐ অসুর পুরির হিম— দ্বার;
প্রবর মোরা প্রবীর প্রাণের মায়া ভুলি মৃত্যুর মুখে হই সম্মুখীন—