বটবৃক্ষের মতো শির উঁচিয়ে রবো নত হবো না,
অসীম বাধা বিদ্রূপাত্মক ভীতস্থের কাছে জিম্মি রবো না।
অসহংতির দ্বারে জ্বলব আগ্নেয়গিরি আগুনে
বিদগ্ধে ঝলসে দেব শাসকের বুক,
মহাসিন্ধুর জলোচ্ছ্বাসের গর্জন হাঁকবো স্পর্শকাতর হবো না।
বেদীর প্রাচীর উপড়ে দেব
হাত ও পায়ে বাধা লৌহ জিঞ্জির ঐক্য জোটে
গুম,খুন,ধর্ষণ বর্বরোচিত দৃশ্যে স্তম্ভিত হবো না,নত হবো না।
কোনো খরায় পুড়তে দেব না আর ফুলের উদ্যান
ঝরতে দেব না মানুষের অকালে প্রাণ,
অপঘাত মরণে শোকছায় হবেনা এ বঙ্গ শ্মশান—
আমি বৃক্ষাসুরের চোখে মহাগ্রাসী বৈরী তুফান হুতাশন
ভয় ভীতিপ্রদ বজ্র কম্পণ ঐ ধুমকেতু নৈশপ্রহরে আমি আলোর লণ্ঠন
অন্যের অধীন হবোনা।
আমি সত্যের সৈনিক অসংহতি প্রতিরোধে দৃঢ় বদ্ধপরিকর
আমি রাখবো শির উঁচিয়ে নত হবো না।
আমি শপথ নিয়েছি যতদিন রবে প্রাণ দেহে আমরণ লড়ে যাবো কুচক্রের বিরুদ্ধে
এবার আবার দুর্বার অসীম বীরত্বে জন্মভূমি মৃত্তিকার কসম,
রাষ্ট্রদ্রোহী হবো তবু—
কোনো কালের মুখে,কোনো যজ্ঞের কাছে নত হবো না।