রাষ্ট্র চক্রে দৈন্য ফাঁসে-
ওরা দিনে দিনে আঙ্গুল ফোলে বট বৃক্ষে অট্টালিকায় ভোগ-বিলাসে
শ্রমিকের ঘাম,খুন হা-গ্রাসে।
মানবতা বন্দী পরাধীনতার শিকলে-
দাসত্বে জনতার জীবন আজ বিকলে।
দিচ্ছে ফাঁসি,দ্বীনী মমিন
ঐ স্বৈরশাসক,নিছক কমিন
মনুষ্যত্ব নেই তিলসম ওরা পিশাচ রক্তচোষা মত্ত সদা সুপ্তি নাশে।
দৈন ঈশিত্বে অন্ধ খা'বে পুড়ে দীর্ঘশ্বাসে-
রাজত্ব—ঐশর্যে দুর্বলেরে জিম্মি ত্রাসে!
আমৃত্যু দাস যাপন রৌদ্রে দেহ জ্বেলে ফসলি চাষ
ওদের জুটে লাঞ্ঝনা,অবজ্ঞায় কাটে বৎসর কি মাস
শকুনেরা উন্মুখ অধিকারে হস্তক্ষেপ দৈন্যতার স্বাধীনতা গ্রাসে,
বেপরোয়া চক্রাশনি,নর-ঘাতক-খুন,ধর্ষণে বজ্জাত উদাসীন্য বাসে
ওরা চির সত্যটাকে লুকান্তরে চায় লুকাতে,
সনদ লোভে ব্যস্ত কবি স্বৈরাচারীর পা চুমাতে,
অবহেলার গুদাম ঘরে প্রজারা ঘোর অন্ধকারে হা-হুতাশে
রুক্ষ বর্বরোচিত শব বাসে!
কোন্দল চৌদিক ক্রোধের উনুন
যাযাবরে খুজেঁ গুম,ধর্ষণ,খুন
কৃষ্ণবর্ণ দেশ প্রহরী বক্ষণে আজ
বিদ্রুপ করে নীচু জাতের পরিহাসে
ইন্দ্রজালের বক্রদৃষ্টি সাম্য-নাশে;
হস্তিশুণ্ডে আজ গরিবি দেদার গ্রস্তে কপাল ঠুকে বুকটা ফাঁটে দীর্ঘশ্বাসে
স্বাধীন দেশে নরক বাসে!
সুবোধ আজি বিলুপ্তপ্রায় বিদ্ঘুটের পথ ধরি
খুন উল্লাসে ঐ মেতেছে চাড়াল বদ—বর্বরী
মানুষ রূপি হিংস্র জন্তু শকুন,তীক্ষ্ণ দৃষ্টি তৃষ্ণার্ত খুন
শঙ্গমুখ ঔৎসুক্যে মানব বুন খাদ্যাসে!
বিবেকহীনা অন্ধ ওরা তন্দ্রাহারা আক্রোশে মরিয়া মসনদ আশে
পৃথিবীকে শরাব ভেবে একনায়তন্ত্র প্রতিষ্ঠাতায়
ওরা দুর্বল আর দুস্থদের ঠাঁসে
অসুরের ন্যায় দাঁত কেলিয়ে হাসে!
ভিন আদলে দেশ-বিদ্বেষী রয় ত্রিপ্রহর
নরকের কীট ক্রোধান্বিত যাযাবরের উপর
ভাগ বণ্টনে দ্বেষ-বিদ্রুপে কুচক্রীগণ
নিয়ত'ই হীনকর-উল্লাসে!
ব্যভিচারের হাতে জিম্মি স্বদেশ
খুন সাগরে ভাসে
রাষ্ট্র চক্রে দৈন্য ফাঁসে!
আর কতকাল মজিব দেশে,জিয়ার দেশে তোপের মুখে কুনো ব্যাঙে ঘরের কোণে
ফের তারুণ্যের ডাক এসেছে নাম লেখাতে পূর্ণবারে ইতিহাসে,
জনস্রোতের ঢল নামাতে প্রয়োজন তারুণ্যের রিপুর রাজত্ব ধ্বংসাসে।
রাষ্ট্র চক্রে দৈন্য ফাঁসে-
পতন ত্রাসে নীরব দাসে কত যুগ কাটাবো অপদার্থের ন্যায় আল্লেসে।
লক্ষ প্রাণের আর সম্ভ্রমের স্বাধীন ভূমি
খুন সাগরে ভাসে!
//আবৃত্তি করেছেন বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার কবি মেহবুব মল্লিক।