এক ঘরনীর দুই মালিনী
বাক বিতণ্ডে দিশেহারা,
একে অন্যের ঘোর বিরোধী
বিষধর সর্পফণায় খাঁড়া।
শান্তি যে পায় করে অপর ক্ষতি
উদ্ধত রয় ছিঁনে নিতে গদি
দেয় লেলিয়ে পোষা কুকুর
সহস্র মা হয় কুল হারা!
নীচক ওরা বিবেকহীনা
রক্ত খর্ব আঁখি,
স্বার্থসিদ্ধির প্রহসনে
শুভঙ্করের ফাঁকি;
তাতে আসে কি যায় কারো
রক্তে যদিও বহে সিন্ধু ধারা!
দেশ-জনতা রয় শংসয়ে
ওদের বিরোধ চেয়ার জয়ে
বিপন্ন প্রাণ ডানে বামে
দেখি মৃত্যুর ভীষণ তাঁড়া!
আমাদেরই রক্ত ঘামে
নেয় বাড়িয়ে ভুঁড়ি পেশি,
পারের শেষে পরিত্যক্ত
দুরদুর যখন কাছে ঘেঁষি!
দৈন্য খুনে হাসে দন্ত্য কেলি
দুর্বল পেলে যায় দু'পায় ঠেলি,
খুনসুটি ভাই ওদের একটাই
রাজত্বে দখলে পাগলপারা।