গর্বের দেশে আছি ফেঁসে
জীবন দুর্ভিক্ষময়,
বাকস্বাধীনে পর—অধীনে
বাঁচা কি তারে কয়?
বিকল বসে পড়ছি খসে
বৃত্তরা হচ্ছে নাট,
বুকে দ্বিগুণ জ্বলছে আগুন
পুড়ছে ফসলি মাঠ।
দুর্বল ঠেলে বন্দী শেলে
উত্তম মাধ্যমাঘাত,
সত্য বললে যাতাকলে
পিষীত আম-জাত!
বেদীর হাসে খুন উল্লাসে
অন্ধকার জগৎময়,
হিংসা বিদ্বেষ ঘোর ক্লেশ
পায়ে পায়ে সংশয়;
দেশ সংস্কারে সিন্ধুপারে
বীর্য্য নত দাসে,
নুয়ে পড়ে কালের ঝড়ে
মুক্তির পন্থা গ্রাসে।
কে গড়িবে কে রোধিবে
ফিৎণা পৃথিবীটার,
সত্যের কণ্ঠে মৃত্যুর দণ্ডে
খাঁড়া জালিম অসার?
কাল রাজত্বে মোহে মত্তে
মাতাল রাঘব বোয়াল,
আজ বর্বরতার জয়জয়কার
নিরীহ নাজেহাল;
এক যে জাতি খুনে মাতি
বংশধারিত্বে শেখ,
নিন্দে মিশে হারা দিশে
রাজতন্ত্রে উল্লেখ?
খেকশেয়ালে ফন্দি জালে
মানব জগৎ ফিকে,
মাথা ঠুকে মরছি দুকে
অরাজক চৌদিকে!