প্রাচুর্যের প্রবাহে ভেসে যাচ্ছে প্রতিটা ক্ষণের প্রতিটা সেকেন্ডের তিলে তিলে
গড়া ভাতৃত্যবোধ অহরহ;

এখানে সততার কোনো দাম নেই
রক্তের টান নেই!

এখানে সম্পর্ক হয় বিত্তের ধর কষে
এখানে স্থান নেই হীনতার—
এখানে সমগ্র জুড়ে চেঁপে বসে আছে আমির!

এখানে প্রাচুর্য-দম্ভের হুংকারে সুবোধ পালায় লেজ গুটিয়ে,

নিয়তিই বিত্তদের হাতে নিধন-খুন হয়
এদেশ খুনের মৌসুম:
বেঁচে থাকি জড় দেহে কীটরা আঁকে চুম,

যে কণ্ঠটা উচ্চাস্বরে চিৎকার করে- খানেক বাদ সেও বাকশূণ্য হয় মহা প্রস্থান।

অধীন রাজ্যের খুঁটি শির উঁচিয়ে দাড়িয়ে রয়;

অসংহতির বিরাজ এখানে সুবোধ থাকেনা—