আমি মরণ জেনেও দুঃসাহসে
মৃত্যুই পাঞ্জা লড়ি,
শাসকের চোখে রাজদ্রোহ
মন যা চায় তাই করি/
আমি যজ্ঞের দেশে
সাম্যের ফেরি করি//
আমি জীর্ণ দেহে জৌলশ ভরি
শাসকের বর্বরতায়,
আমি প্রতিরোধে ঐক্য গড়ি
পীড়িতের পাশে দাঁড়ায়/
শাসকের চোখে রাজদ্রোহী
মন যা চায় তাই করি
আমি যজ্ঞের দেশে
সাম্যের ফেরি করি//
আমি অধীনেরে শিকল ভাঙার
বিদ্রোহির মন্ত্র শেখায়,
আমি বাউণ্ডুলের পথ দিশারি
দামামায় ভাগ্য লেখায়/
শাসকের চোখে রাজদ্রোহী
মন যা চায় তাই করি
আমি যজ্ঞের দেশে
সাম্যের ফেরি করি//