ভালবাসি বলে সরলতা
করো না কো অবহেলা,
থাকলে তোমার নৈতিকতা
দিতে না এত জ্বালা।

আমার বেলায় কঠোরতা
দেখাও প্রতি বেলা,
নিয়ে আমার দুর্বলতা
করছ ছেলে-খেলা।

অনুভবে শুধু শূন্যতা
বন্ধ তোমার জানালা,
কেনো এমন নীরবতা
মুখে কেনো তালা?