ছাড়তে হলো তোকে
ভীষণ নোংরা শোকে।
ভালোবাসা শক্ত হাতে
ভাঙ্গল মনের রাগ,
আমার মত আমি রবো
যা-তা বলুক লোকে।

ঠেলায় পড়লে বিড়ালছানা
পারে গাছে চড়তে,
দিব্যি করে বলছি পাখি-
ইচ্ছে হলেই মানুষ গুলো
পারে না সব করতে।

সেদিন ছিলি তুই?
দেখেছিলাম তোকে
বুঝতে আমার দেরি হলো
আড়ালে অন্য কে?
ছাড়তে হলো তোকে
ভীষণ নোংরা শোকে।

এতো নয় ভয়
ভালোবাসা ভাগ হয়েছে
ভালোবাসতে গিয়ে দেখি
বিপদ সমুক্ষে ।


(বিঃদ্রঃ মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পারে না)
গাজীপুর,ঢাকা । বঙ্গাব্দ,১৪২৬