তুমিই তো বাংলাদেশ
আমার জন্মভূমি
তোমায় দেখি আমি
কিশোরীর খোপায়,
কৃষ্ণচূড়া ফুল হয়ে
রাঙিয়েছ  ভূবনময়।
বেলাশেষে রোদ হয়ে
ঝিকমিক করছো তুমি
নদীর তীরে বালুকাময়।
তুমিই তো বাংলাদেশ
তোমায় দেখি আমি
পদ্মা,মেঘনা,যমুনায়।
তোমাকে খুজে পাই
গায়ের মেঠো পথে,
রাখালীর গানে;
দুরের কোন দমকা হাওয়ায়৷
তুমিই তো বাংলাদেশ
তোমাকে খুজে পাই
মুক্তিযুদ্ধের চেতনায়।

                 রচনাকাল-  ২৮-০৪-২০১৬