আমার ভীষন অসুখ করেছে,
ভাল না লাগার অসুখ ৷
সত্য বলে সাহসী হওয়ার
দু:সাহসী অসুখ৷
ভালবাসি না তোকে
চিৎকার করে বলার অসুখ৷
শীতের সন্ধ্যায় কুয়াশা ভেজা
চাঁদের আলোয় হারিয়ে তোকে
ফের খুজে ফেরার অসুখ ৷
অভিমানে তোকে পর করা
কষ্ট পেয়ে ভুলে থাকার অসুখ ৷
তুমি থেকে তুই বলার
তুই থেকে ভুলে যাওয়ার
অন্য রকম অসুখ৷
অসুখ করেছে আমার
সেদিনের মতো আবার,
তপ্ত রোদে পিচঢালা পথে
তোকে নিয়ে খালি পায়ে
হেঁটে বেড়ানোর অসুখ৷
তোমার-আমার
শহরটাকে জোৎস্নার জলে
ভিজিয়ে দেয়ার অসুখ  ৷

রচনাকাল ,কার্তিক ১৪২৪ বঙ্গাব্দ ৷