হিমেল হাওয়ায় কাপিয়ে তনু
টুপ টাপ টুপ বাজিয়ে বেনু
ঋতুচক্রের আবর্তে এসেছ এদেশে তুমি
শিশিরের ছোয়ায় সিক্ত করেছ এদেশেরই ভূমি।

কুয়াশার চাদরে মুড়িয়ে বিস্তৃত দিগন্ত
বৃক্ষরাজির পত্রমূলে শিশির ছোয়ায় সিক্ত।
সূর্য্মামা দিল দেখা পূর্ব্ আকাশে,
পাতার ফাকে উঁকি মেরে সোনালি আভা ভাসে।

সোনার রোদের হীরক জ্যোতি
ছড়ায় দূর্বা্ ঘাসে-
সূযালোকিত শিশির কনা
ঝিঁকমিকিয়ে হাসে।

দীর্ঘ্ অপেক্ষায় রোদের আশায়
অর্ধ্ নগ্ন ছেলে কাঁপা কাঁপা ঠোঁটে
তীব্র শীতে কষ্ট পায় –
ভালো কাপড় না জোটে।
রোদের ঝিলিক উঠলে শেষে
মুখে হাসি ফোটে