একদা প্রভাতে ক্ষৃন আলোয়
আঁখি মেলিয়া চাহিতেই তাহার আঁখি পানে
মিলন ঘটিলো
বিদ্যুতের ন্যায় চমকিত হইয়া দৃষ্টি সীমা নিকটে ফেলিলাম
কিন্তু যাহা দেখিলাম তাহা যেন আঁখি পল্লবীতে ফেভিকল এর ন্যায় লাগিয়া রহিয়াছে
রমণী তাহার কেশরাশী আলগা করিয়া তাহাতে ক্যামেলীয়া গুজে নগ্ন পায়ে হেঁটে আসিতেছে লাল হলুদের আবরনে
রোজ জারুল গাছটার ন্যায় তাহাকে দেখিতে পাই
আজ দেখিলাম অন্য সাজে অন্য রুপে
অদ্য প্রভাত ফেরীতে এরুপ রুপে আবির্ভূত হইবে
তাহা কু-ক্ষনে ও কল্পনা অসাধ্য
রমণী তোমায় দেখিতে পাই হে;
কতো রঙে কতো রুপে!