মাঝে মাঝে তুমি এমন আচরন করো
নিজেকে বিরোধী দলের নেতা মনে হয়
যেন গনভোটে হেরেছি তোমার কাছে
বিশাল ব্যবধানে ৷
তখনই মনে হয় নেমে পড়ি রাজপথে
হরতালের ডাক দেই শহুরের সব
প্রেমিক-প্রেমিকাদের বিরুদ্ধে ৷
শ্লোগানে শ্লোগানে মুখরিত করি মিছিল
সকাল সন্ধ্যা তোমার অলিতে-গলিতে ৷
গনজোয়ারে ভাসিয়ে দেই তোমার শহর
সব প্রেমিকের ভোট কিনে নেই
এক-একটি রজনীগন্ধা আর গোলাপের বিনিময়ে
কিন্তু,
ভেবে দেখলাম আমিই পরাজিত হবো
তোমার ভুবন ভোলানো হাসির কাছে,
তোমার চোখের চাহনিতে
সবগুলো প্রেমিকপুরুষের ভোট
পড়বে তোমার ব্যালটে ৷