অতি বিশ্রী রকমের ভাললাগার
মানুষ গুলো খসে পড়ে
কৃষ্ণগহ্বরের নীল জলে,
অন্ধকারে হাতড়ে বেড়াই
আমার অবসন্ন অবয়ব
আজ অবধি আমি একাই
হয়ত ফিরবো আমি তাদের দলে
আজ-কাল করে করে হয়ত পরশু
বেলা-অবেলায় তারা গিয়েছে চলে
কত মানুষ আমি দেখি;আমি তাদের চিনি না
কত মানুষ আমি দেখি;আমি তাদের চিনি,দেখি না।