চৈত্রের দুপুরে শুনশান নীরবতা
মাঝেমধ্যে দূরে কোকিলের ডাক
ঘুঘু পাখি ঠেকে উঠে বাঁশ বাগানে
দুপুর বেলায় মোরগ ডাকে
ভালো নাই আজ পৃথিবীর
একাকিত্বের মাঝে ভীষণ অচেনা সে
রাস্তায় পড়ে আছে অনাহারে বেয়রিশ কুকুর
পৃথিবীর তুমি কেমন হবে?
যদি না থাকে তোমায় ভেঙে-চুড়ে গড়ার
অত্যাচারী মানুষ।
এত আয়োজন,এত ভালোবাসা
যদি আজ ফুরিয়ে যায়,
তবে কি তুমি ফিরিয়ে নিবে
শুন্যতে সব যেখানে শুরু হয়।
(করোনা মহামারীর এ দুঃসময়ে সবাই ভালো থাকুন; বাংলা,১৪২৭)