ভরদুপুরে রাস্তা গুলো ফাঁকা
ঘুম ভেঙ্গে যায় অচেনা এক ভয়
তোমার চোখের মতো ভীষণ নরম
আলতো করে তোমায় ছুঁয়ে যাই।

এই অসময় তুমি নেই কাছে
ভেতরটা যে ভেঙে-চুরে যায়
দুঃখ গুলো তোমার কাছে রেখে
পালিয়েছে এই ভীষণ অবেলায়

আর ভেবো না আমায় নিয়ে তুমি
যা ইচ্ছে তাই ,
এই অসুখে ছোঁয়া যাবে না আর
তোমায় ছাড়া দুরে থাকা দায়।

(বিঃদ্রঃ করোনা মহামারীর একদিন শেষ হবে। প্রিয় মানুষ গুলো পাশে থাকবে)

  ধামরাই,ঢাকা    
২০২০.০৪.০৬