লাবণ্য,
তুমি জানো?
পৃথিবীর সবকিছুই নাকি মায়া
এ পৃথিবী নাকি মায়ার পৃথিবী
তোমার বিশ্বাস হয়?
জানি না তো ,,,,,,।
তাহলে দেখ, ঐ যে বাবুই পাখির বাসা
পরম যত্নে প্রেমিক বাবুই তার সঙ্গিনী জন্য
ঘর বাঁধে
আর তার প্রেয়সীর পছন্দ না হলে
একসাথে থাকার অসম্মতি জানায়
প্রেমিক বাবুই হাল ছেড়ে দেয় না
সে তার শৈল্পিক কারুকার্যে ,
পরম মমতায় ভালোবাসা মিশ্রিত
নীড় তৈরি করে সঙ্গিনী কে আহ্বান জানায় ।
তারপর ............?
তারপর দুজনের সংসার
ভালোবাসার ঘর আলোকিত করে
জন্ম হয় ছোট্ট বাবুই ছানার
তারপর..........?
তারপর বাবুই পাড়ি জমায়
অজানা কোন নতুন সঙ্গীর খোঁজে
নতুন ভালবাসার ।
এ ভাবে এক জীবন কাটিয়ে দেয়
ছয় সঙ্গিনীর ভালবাসায় ।
লাবণ্য,
এখনও কি মনে হয়
এ পৃথিবী মায়ার ?
এ প্রশ্নের উত্তর যে জানা নেই আমার......।