লাবণ্য,
আলোর ঝলকানিতে আধাঁর কাটলো
মেঘ এসে সূর্য্য কে ঢাকলো
অবশেষে চাঁদকে ও ঢাকলো ঘোর অমাবশ্যায়
শুধু তোমার মায়ার চাদরে ঢাকলে না আমায়।
শুধু তোমাকে ভালবাসি বলেই আজ
তোমাকে আমার ভিতর গড়েছি
নতুন রুপে নতুন উপমায় ৷

লাবণ্য,
তোমাকে দেখার সাধ জাগলেই
ঐ আধভাঙা চাঁদকে দেখি
শহুরের ফুটপাতে শুয়ে থাকা
নিরিহ মানুষ গুলো দেখি,
বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ কে দেখি
দেখি পথ শিশুর ক্ষুধাদ্র মলিন মুখ৷
দেখি গার্মেন্টস কন্যা হালিমার বেচেঁ থাকার লড়াই ৷

লাবণ্য,
তোমার নুপুরের শব্দে এখন আর
বৃষ্টির শব্দ শুনতে পাই না
ঝিঁঝিঁ পোকারা আর সুর তুলে ডাকে না
বসন্তের জন্য আর অপেক্ষা করেনা
পাশের বাড়ির ছেলেটা
প্রেয়সীকে প্রেম নিবেদন করবে বলে ৷

লাবণ্য,
তোমার ভালবাসারা আর জীবন্ত নেই
সেতো আজ মরা হরিণের দল
কেবল শকুনের আহার ৷
সেতো আজ শুকনো ঘাস
হয়ে পিষে যায় পায়ের তলায় ৷
সেতো আজ ল্যাম্প পোষ্টের নিচে
দাড়িয়ে থাকা রমণীর নির্জন রাত
মেতে থাকে হাত বদলের খেলায় ৷