ঢাকার আকাশের কাক গুলো আজ কোথায় গেল?
রিক্সা গুলো কোথায় গেল?
সন্ধ্যা রাতের বিজলী আলোয় উদ্ভাসিত
গ্রাম থেকে ঐ ঘুরতে আসা
সবুজ মাফলারের রহমত আলী আজ কোথায় গেল?
কোথায় গেল গ্রাম্য মেলা
পুতুল খেলা ঘর
কোথায় গেল ছোট্ট মেয়ের বর?
কোথায় গেল গোয়াল ভরা গরু
ফসলে ভরা মাঠ ;নদীর তীরের নৌকো
কলসী ভরা জল,
কোথায় গেল ভালোবাসা
পুকুর ধারে সারি সারি হিজল-তমাল।
কোথায় গেল পৌষ মাসের ঐ হাড় কাঁপানো শীত
কোথায় গেল বিয়ে বাড়ীর উৎসবে মেতে ওঠা গীত।
কোথায় গেল বড় উঠোন
কাছারি ঘরের আড্ডা
সবই কি আজ অতীত?
কোথায় গেল শান বাঁধানো ঘাট
ডাহুক পাখির ডাক;
কোথায় গেল ছলছলানি ভরা নদীর বাঁক।