লাবণ্য,
তোমার কথা আমার কানে
বৃষ্টির ন্যায় রিমঝিম ঝিম বাজে
বৃষ্টি ও জলে শুরু হয় জলনুপুরের খেলা
তাবৎ পৃথিবীর সৌন্দর্যের কারিগর
মনে হয় তোমাকে ।
তোমাকে মনে হয় জ্ঞান সমৃদ্ধ গ্রন্থাগার
যার প্রতিটি পাঠ্য পড়েছি জন্মবধি
কেবলই পড়ে যাই......
পৃথিবী নামক পাঠ্য পড়ার সুযোগ হয়নি
তাই তোমার গ্রন্থাগার পেয়ে
পৃথিবীর কাছে নির্বোধ আর বোকাই রইলাম৷