সন্ধে বেলায় বেলকোনিতে
দাড়িয়ে আছি একা,
আচমকা তাই তোমার সাথে
হয়ে গেল দেখা।
আমায় দেখে গিয়েছ তাই চমকে,
হঠ্যাৎ তুমি দাড়িয়ে গেলে থমকে।
আড় চোখেতে দেখলে আমায় চেয়ে,
দুচোখ আমার জুড়িয়ে গেল
তোমার দেখা পেয়ে।
ক্ষনিকের এই দেখা টুকু
তোলে বুকের ঝড়,
তোমার চোখের চাহনিতে
আমি হয়ে যাই তোলপাড়।
ডাগর চোখের চাহনি যেন
একশো খানা তীর,
তোমার দেখা না পেলে মন
হয়ে যায় অস্থির ৷
খানিক বাদে আসো তুমি
খানিক বাদে যাও চলে,
সন্ধে থেকে দাড়িয়ে আছি
ধন্য তোমার দেখা পেলে৷
একটুখানি দাড়িয়ে থেকে
চলে গেলে আবার,
বোকার মত চেয়ে আছি
বেলকোনিতে তোমার ৷