আমার তোমায় খুব ভালোবাসতে ইচ্ছে করে
চিৎকার করে বলতে ইচ্ছা করে
ভালোবাসি! ভালোবাসি!
আচ্ছা, ভালোবাসা কি খুব অপরাধ?
কেনো এতটা বুকে ব্যথা হয়?
কেনো নির্লজ্জ হয়ে যাই?
কেনো এতটা অপমানের পরেও,
তোমাকে ভুলতে পারিনা?
আজ এতগুলো বছর পরে
তোমাকে বলতে না পারা কথাগুলো
জমে জমে কবিতা হয়ে গেলো।
রোজ একবার করে তোমায় ভালোবাসি বললেও
আজ হয়ত সহস্র পেরিয়ে যেতো।
বিশ্বাস করো,
আমি এখনো ভালোবাসি
এখনো রোজ লুকিয়ে কাঁদি
এখনো ভুলতে পারিনি তোমায়
ভুলতে পারবো তো?