এই যে তোমায় ভুলতে পারিনা
রোজ একবার হলেও ঘুরে আসি তোমার প্রোফাইলে
আমার ভাল্লাগে, খুব খুব ভাল্লাগে!

স্মৃতি ছাড়া কিছু নেই আমার
সেই রেকর্ডে মরচেপড়েনি, পড়বেওনা।

আচ্ছা, তুমি কি সব ভুলে গেছো?