বহুদিন আগে মানুষ ছিলাম
ইট কাঠের শহর মাঝেও
দূর আকাশের ফানুস ছিলাম
বহুদিন আগে মানুষ ছিলাম।

এখন আমি মন্দ ভীষণ
ভালোর কিছুই নেইতো বাকি
এখন আমি মিথ্যে আশায়
কথার ভাজে দিচ্ছি ফাঁকি।
এখন আমার পাষাণ হৃদয়
অশ্রু জলে চোখ ভেজেনা
এখন আমার ভয় লাগেনা
ফুরিয়ে গেছে লজ্জা শরম।

এখন আমি ভণ্ড ভীষণ
প্রতারণার ফাঁদ পেতেছি
এখন আমি মুখোশ পরে
ভদ্র লোকের বেশ ধরেছি।
এখন আমার হিংসা ভীষণ
উদার কিছু ভাল লাগেনা
এখন আমি পোড়াই সবই
অনুতাপের ধার ধারিনা।

এখন আমি মহা প্রলয়
মাতাল ঝড়ে ক্ষিপ্র হাওয়া
এখন আমি অগ্নিগিরি
ধ্বংস নেশায় হারিয়ে যাওয়া
এখন আমি তিক্ত হয়ে
স্নিগ্ধতাকে আড়াল করি।

এখন আমি এমনই ভালো
ভুলে গেছি কেমন ছিলাম,
এখন আমি আমার রাজ্য
আমার মতোই গুছিয়ে নিলাম

বহুদিন আগে মানুষ ছিলাম।