অন্ধ আমি
পথ চলতে জানিনা
আমাকে পথ চলতে সাহায্য করার ছলে
নিজ স্বার্থে তুমি আমায় মৃত্যুর মুখে ঠেলে দিলে।

আমি মরলাম
অতঃপর আমার লাশ হলো বীর
আর তুমি হলে কর্ণধার

আমি কি হলাম?