আমি ছুঁয়ে দেখেছি,
ভালবাসার চেয়ে উত্তপ্ত কিছু নাই,
সীমাহীন তার জ্বলন, অসীম তার বিনাশ,
ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ যোগ্য নয়,
নিরাকার বর্ণহীন ভালবাসার শিখা
শুধু মানুষ পুড়াই,
মানুষের ভিতরটা পুড়াই ।