আজও তোমার প্রতীক্ষায়
আমার এক চোখ সকাল দেখে
আর অন্য চোখ ঘুমাতে যায় ।