শোনো শোনো যাত্রা পথিক
আমার অচিন ভাই,
শোনো শোনো আর্জি আমার
আমি বিনয় সহিত চাই ।

এমন কিছু চাইছি নাকো
যাহা মূল্যবান,
আমায় তুমি দুঃখ দেবে ?
তিলক পরিমান ।

আমি হলাম দুঃখের রাজা
দুঃখের অভাব নাই,
আমার সকল দুঃখ স্বীয়
পরের দুঃখ নাই ।

দুঃখ আমার আষ্টে-পৃষ্ঠে
দুঃখ কলিজায়
আমার দুঃখ মাটি ছুঁয়ে
আকাশ সীমানায় ।

দুঃখ আমার শিরায় শিরায়
দুঃখ হাড়ের জোড়ায়,
দুঃখ আমার কোষের ভাঁজে
রক্ত কণিকায় ।

দুঃখ আমার জমি জিরাত
নাইকো গাড়ি বাড়ি,
দুঃখ আমার কালো গেঁয়ো
জীবন সঙ্গী নারী ।

দুঃখ আমার পেশার মাঝে
দুঃখ চলাফেরায় ।
দুঃখ আমার স্বপ্নে দেখা
লক্ষ লক্ষ টাকায় ।

আমার ষোলো আনা দুঃখে
একটু খাদ নাই,
তাইতো আমি খাদ মিশাতে
পরের দুঃখ চাই ।

মুচকি হেসে বললো পথিক
শোনো হে অচিন ভাই,
জন্ম থেকে অন্ধ আমি
আমার চোখের জ্যোতি নাই ।

নদীর এপার দাঁড়িয়ে আছি
ওপর যাবো তাই,
নৌকাখানি ভিড়লে ঘাটে
সঙ্গে নিও ভাই ।

বিনিময়ে নিতে পারো তুমি
দুঃখ যদি চাই,
আমার শুধু আলোর দুঃখ
আর কোনো দুঃখ নাই ।