আমাকে বন্দি কর
খুব কিছুর জন্য না
লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণা
সুনিশ্চিত যন্ত্রণার হাত থেকে আমাকে মুক্ত কর
তোমাদের মধ্যে কেউ একজন
আমাকে বন্দি কর ।
অভাবের এই দেশে
দশ হাত দড়িরও মূল্য আছে,
বোবা অচল এই গাছটির কি বা দোষ
নিরপরাধ একে আমার অপরাধের দায় হতে রক্ষা কর,
এই শহরে এলাকায় সাড়ে তিন হাত জমি
আমার জন্য নষ্ট হবার কিছু নয়,
আর তাই -
আমাকে বন্দি কর ।
মায়ের ছেঁড়া আঁচল সেলাই করতে
সুই আর একটু সুতা,
অনাহারী বোনকে দিতে
সামান্য জল খাবার,
পিতৃহীন ছোট ভাই এর
কাগজ আর কালি এনে দিতে
ছুটি চাইছি না ।
আমাকে বাধিত কর,
আমাকে বন্দি কর,
চাকরির দরখাস্তটি মঞ্জুর কর ।