চোখে কি ভুলভাল দেখি আজকাল
আজ যে লম্বা, খাটো সে কাল
আজ যে ফর্সা, শ্যাম সে কাল
চোখে কি ভুলভাল দেখি আজকাল ।
মেয়েটিকে ঠিকই দেখি
করি নাকো ভুল,
একই সে হাত, পা
চোখ, নাক, চুল ।
সেই মুখ, সেই গলা
হুবহু হাসি,
ঠিক ঠাক সবই দেখি
দূর থেকে বসি ।
ছেলেটিকে দেখতেই
করি ভুলভাল,
আজ যে হেংলা
মোটা সে কাল ।
আজ যে ছেলের বয়স
তিন দশ দুই,
কাল দেখি সে ছেলে
সোলো ছুঁই ছুঁই ।
ডাক্তার ডাক্তার
আমার চোখের একি হাল ?
মেয়ে আমি ঠিকই দেখি
ছেলে ভুলভাল ।