আজও তোমার প্রতীক্ষায়-
বৈশাখ যায়, জ্যৈষ্ঠ যায়
দগ্ধ হৃদয় খাঁ খাঁ করে
শীতল হবার মানুষ নাই ।
আষাঢ় যায়, শ্রাবণ যায়
মেঘে মেঘে আকাশ ছুঁলো
দু এক ফোঁটা বৃষ্টি নাই !
আজও তোমার প্রতীক্ষায়-
ভাদ্র যায়, আশ্বিন যায়
কাশের ফুলে বাতাস দোলে
শারদশশীর জ্যোৎস্না নাই !
কার্তিক যায়, অগ্রহায়ণ যায়
নবান্নতে কুটুম হবো
এমন কোনো বসত নাই ।
আজও তোমার প্রতীক্ষায়-
পৌষ যায়, মাঘ যায়
কাঁথা, কম্বল, শাল নাই ।
ফাল্গুন যায়, চৈত্র যায়
রূপ, রঙ আর রস নাই ।
কৈশোর যায়, যৌবন যায়
আমার কোনো শীত নাই !
আমার কোনো বসন্ত নাই !
আজও তোমার প্রতীক্ষায়-
গ্রীষ্মকাল থেকে বসন্তকাল
আমার ছয়টি কালই ভয়াবহকাল !!!