কি এক আশ্চর্য বিষণ্ণতা!
শিরায় ঢেউ তোলা চাপ,
ক্লান্তির ছাপ বেয়ে জেগে ওঠে চেহারায়।
ঘুমজড়ো হাই ওঠে,
নীরবে কেঁদে চলে পাপড়ির দল।
তবুও চোখের কপাট যেন রাতজাগা প্রহরী।
প্রাচ্যের অক্সফোর্ডে
দাঁড়িয়ে থাকা আইল্যান্ডের বোধি
কিংবা ইউক্যালিপটাসের মগডালে
অপেক্ষারত জোড়া চোখের মত
আমিও জেগে রই নিষ্পলক
ভিসুভিয়াসের মতন।
চঞ্চল-প্রাঞ্জল, জল ছলছল
সে হাসি মরুভূমিতেও বৃষ্টি নামাতে পারে
অথচ এখানে কি রুক্ষ তপ্ত মরুদ্যান!
কাজলরেখায় সেজেছে চোখগহ্বর,
উসকোখুসকো চুল
বাঁশপাতার আওয়াজ তোলে বারংবার।
তুমি ফিরে এসো প্রিয় আঠারোতে,
উষায়, বসন্তে, কাকডাকা ভোরে,
চার দেয়ালের বন্দী মায়ায়,
পৌষের সকাল, বিকেলের সোনারোদে
কিংবা রাতের নীরবতায় খুনসুটিতে।
তবুও তুমি এসো, ছুটে এসো।
অভিযাত্রিক-২০২৪
প্রকাশকাল: পৌষ ২৫, ১৪২৯ বঙ্গাব্দ
জানুয়ারী ০৯, ২০২৩ খ্রিষ্টাব্দ