স্বাধীনতা মানে যাচ্ছেতাই
আমার আমি-যেমন খুশি, তেমন করে চলি
আমার আমি-যেমন খুশি, তেমন করে বলি।
আমি স্বেচ্ছাচারী, আমি নির্ভীক
আমি জ্ঞান-গরিমায় উদ্বেল এক অগ্নি।
আমার ওষ্ঠ-প্রকোষ্ঠ বাধাহীন
আমি বলতে পারি যাচ্ছেতাই।

আমি লিখি আমার ইচ্ছায়
আমার লেখাই ব্যাকরণ।
আমিই ভাষা, আমিই ভাষা আন্দোলন।
আমি যা শেখাই, তাই শিখতে হবে।
আমি যা পড়াই, তাই পড়তে হবে।
আমি যা বোঝাই, তাই বুঝতে হবে।
আমিই বাঙালির শিক্ষাদূত।

আমি ঈদে ইদ লিখব,
গরুকে চিনাবো গোরু বলে।
মুজিববর্ষে লিখব মুজিবর্ষ
মুক্তিযুদ্ধ জানাবো মুক্তিযোদ্ধ বলে।
আমি যখন তখন ফরমুলা দেব,
ব্যাকরণের বুলি আওড়াবো,
তোমাদের জানাব ইচ্ছে ভরে।

তুমি বিজয় বলে মাথায় তোল
কিসের বিজয়? কার বিজয়?
বয়সের কোঠায় পেরোলো অর্ধশত
বাংলা তুমি হাহাকার করে মরে যাও, তাতে কি?
আমি ক্ষমতার পাহাড়
হাতের মুঠোয় করে চড়ি বিশ্ব
নিঃস্ব তোমার সব অভিযোগ আস্তাকুঁড়ে ফেলে
আমি এগিয়ে যাই, যাবই।
কারণ - ক্ষমতার দাপট আমার, আমাদের।

                        
                                           প্রথম প্রকাশ :
                               পৌষ ০২, ১৪২৮ বঙ্গাব্দ
                           ডিসেম্বর ১৭, ২০২১ খ্রিষ্টাব্দ