> হ্যালো !
< বলছি
> শুনছ ?
< শুনছি ।
> কিছু বলছ না যে ?
< বলার জন্যই তো ফোন করেছি ।
> তবে বল !
< কি?
> যা বলতে চাও ?
< ভয় হচ্ছে ।
> কেন ?
< যদি হারাই !
> কি হারাবে ?
< না ! কিছু না......
> কথা লুকোচ্ছ ?
< হ্যাঁ - না মানে ......
> মানে কি ?
< আমার মনে হচ্ছে
> কি মনে হচ্ছে ?
< আমি হারিয়ে যাচ্ছি
> কোথায় ?
< তোমার প্রেমে !!
(দুজন নিশ্চুপ)
> তুমি না ! একটা বুদ্ধু ......
< আমায় ভালোবাসো ?
> হৃদয় খুলে দেখো......
< কি আছে সেখানে ?
> ছুটে চলা স্রোতস্বিনী......
< যেথায় বইছে শত ঝর্ণার জল ।
> তুমি জানলে কি করে ?
< আমিই ঝর্ণার জল ; যে গড়িয়েছি ।
> স্রোতস্বিনী আমি ; যে তোমায় ভালবেসে নীরবে মিশতে দিয়েছি ।
< এতদিন বলনি কেন ?
> তুমি বলবে বলে !
< আমি তোমাকে ভালবাসি ।
> কতটা ?
< যতটা আমায় মিশতে দিয়েছ ।
> আমিও তোমাকে ভালবাসি ।
< কতটা ?
> যতটা তুমি ছুটে চলেছ ।।
মামুনুর রশীদ রাজ
- ০২ ফাল্গুন, ১৪২২
- ১৫ ফেব্রুয়ারী, ২০১৬