জীবনে অনেক না পাওয়ার ভিড়ে
তোমাকে পেয়েও না পাওয়া
বড় বিষণ্ণতা!
তুমি আছো, তবু তুমি নেই।
হাঁসছো, খুশি নেই।
কাঁদছো, দুঃখ নেই।
মলিন মুখে সুখ নেই।
তোমার হাতগুলো আর কোমল নেই।
চুলে পুরনো সে ঘ্রাণ নেই।
কোমড়ে দোলা নেই।
হাঁটায় ছন্দ নেই।
শুয়ে আছো পাশে, তবুও নেই।
এতসব নেইয়ের ভিড়ে
আমার মাঝে আসলেই তুমি নেই!
এ এক আশ্চর্য বিষণ্ণতা!
জলজ্যান্ত তোমার ঘ্রাণ
আমার নাকে লাগছে না।
তোমার স্পর্শে শিউরে উঠছি না।
ডাকে মোহমায়ায় পড়ছি না।
একসাথে কিছু নিয়ে হাসছি না।
আগের মত ভাসছিনা সুখে।
তবে কোথায় তুমি?
হৃদয়গহীনে লুকোতে গিয়ে
তবে কি হারিয়ে গেছ অজানায়!
নাকি অভিমানের পাহাড় জমিয়ে
থমকে আছ মেঘরাশি হয়ে।
অকস্মাৎ রোদ ফাঁকি দুপুরে
ঝরে পড়ার অপেক্ষায়।
হৃদয়গহীনে চলা এলোমেলো ঝড়ে
আমি হারাচ্ছি দিগ্বিদিক।
উত্তাল সমুদ্রের ফেনিল ঢেউয়ে
মাস্তুল ছুঁয়ে জেগে আছি
ভয়হারা নাবিক।
উত্তরের ঝড় ক্রমশ আসছে ধেয়ে
দক্ষিণে এলেই হবে মহাপ্রলয়।
তবে এখনো কার অপেক্ষায়?
তুলে নাও তোমার আঁচলে বেঁধে।
তৃষ্ণার্ত হৃদয় শান্ত হোক,
উত্তাল সমুদ্র হোক ভদ্রবালক।
এক বুক ভালবাসায়
নির্জনতা ভেঙে হাঁকো-
ওঠো নাবিক, পথ অনেকটা বাকি যে!