অনেকদিন তোমার খবর পাইনি-
তবে বোধ করি বয়সের দুপুর পার করেছ নিশ্চয়!
চিন্তা-চেতনায় লেগেছে পরিবর্তনের ঢেউ।
তোমার কচি বয়সের নিষ্পাপ ভালোবাসা
আমায় টানেনি সত্য,
কিন্তু সে সময়কার সুখস্মৃতিগুলো
আমায় এখন বড় ভাবিয়ে তোলে।
হৃদয়গহীনে নামতেই বাধ সাধে ফাঁদের প্রাচীর ;
নিজের ভেতর নিজেকে হারাতে বড় ভয় করে।
তোমার নিস্পাপ ভালবাসার বিশুদ্ধতা
আমার ভেতরের অলিগলি,ধমনী-শিরা হয়ে
রক্তে কম্পন গড়ে তোলে।

আজ আমার মাথার উপর
কালো মেঘের ছাঁয়া,
আঁধারের কালিমা আমায় হাতছানি দিয়ে ডাকে।
ঝলমলে ঐ জোৎস্নার
বাঁশপাতার ফাঁকে লুকোচুরি
এখন আর আমায় আন্দোলিত করে না।
কবররাজ্য যেন মনে হয় চিরচেনা আবাস।
সুখের নেশাঘোর কাটতে দেখি,
দাঁড়িয়ে একা আমি
আগাতেও পারিনা, পেছাতেও পারি না।
আমি আর নিজেকে এভাবে সামলাতে পারছিনা।

তবে-
তোমার মুখোমুখি দাঁড়াবার
কোন যোগ্যতাই আজ আমার নেই।
তবু ! একদিন বলেছিলে ' ভালোবাসি তোমায়'।
জানি অন্তত এটুকু মনে পড়বেই তোমার।
এলোচুলে ঢাকা মুখখানি একবার ফিরিয়ে দ্যাখো
তোমার ভালবাসার সুতোয় আজ টান পড়েছে।
পুরনো স্মৃতি হাতড়ে দ্যাখো,
কাঙ্খিত কেউ তোমার দুয়ার পানে।
জানো ! আজ কে স্বপ্নসিঁড়ি বেয়ে
রাজপ্রাসাদে যাওয়ার চিন্তা করে?
আকাঙ্ক্ষার সিঁড়ি ভাঙ্গে তোমায় দেখার তরে?

তোমার অবহেলা, অমর্যাদা
আর হবে না কোনদিন।
অভিমান করো না, একটু করুণা করো।
নিজেকে আর একটিবার ভিক্ষা দাও
তোমার প্রেমের তরে।

কেন তুমি আঁধার মিতালীতে
চুপি চুপি হাঁটো?
পড়ার টেবিলে আজো কেন আমার ছবিটি রাখ?
জানি, আমি সবই জানি।
শুধু সময়ের ব্যবধানে
তৈরি হয়েছে
নির্মমতার পাষাণ দেয়াল।