বিজয় কি তোমার খোলা পিঠ!
এলোচুলে চাপা হাসি,
নাকি নিষ্পলক চাহনি?
আড়মোরা ভাঙ্গা যৌবন
বয়সের কোঠায় ষোল।
আচ্ছা বলতো-
রোদসকালে ভেজা চুলে
ঘ্রাণ নেয়া যাবে!
বুলিয়ে দেয়া যাবে
কোমর পানে আলতো পরশ!
চুল ভেজা জল টুপটাপ
ছোঁয় চুপচাপ
শিহরণ উষ্ণ কোমল।
কিংবা বিকেল-
সোনারোদের খোলা ছাদ
নয়তো এক চিলতে বারান্দায়
আনমনে ভাববে আমায়।
ঠোঁটের কোণে লেগে থাকবে
এক টুকরো সুখ।
মস্তিষ্কের নিউরনে
গুটিসুটি মেরে থাকব আমি।
নয়তো সন্ধ্যা-
নীড়ে ফেরা পাখির মতন
যান্ত্রিক জীবনে দিয়ে ছুটি
ছুটবো তোমার পানে।
দখিনের বারান্দায় দাঁড়ানো
তোমার গাল ছোঁবে
গোধূলির পাজি সূর্য।
আমার হিংসে হবে, লোভ হবে।
অথবা রাত্তির-
আমার উপস্থিতি,
পিদিমের আলো-আঁধারিতে
গুটিসুটি মেরে থাকা
তোমার চাপ চাপ ঘাম ঝরে
কপাল-কপোল ছুঁয়ে কণ্ঠদেশ।
রক্ত-কণিকার ভাঙ্গাশৃংখল
তোমার আমার কাছে আসা।
আবার ভোর -
এইতো বিজয়।
এইতো প্রেম।
এইতো চিরসবুজ।
দেবে? বলতে বিজয়!