আমি হয়তো খুব সামান্য কারণে মারা যাবো
খুব সামান্য কিছুর আক্ষেপ নিয়ে মারা যাবো ।

নির্ঘুম রাতে তোমার
চুল ছোঁয়া ভালোবাসার অপূর্ণতায়,
রাতভর জেগে তোমার
সৌন্দর্য অবলোকনের ঘোর নেশায়,
তোমার চুড়ি-পায়েলের সুরের মোহনায়
একসময়ের আত্মহারা আমি হয়ত
নির্ভার ঘন্টার মত সামান্য সুর তুলে থমকে যাবো।
কিংবা আইফেল টাওয়ার এর মতো
নিস্তব্ধ হয়ে যাবো।
শাড়ির আঁচলে লুকোনো তোমার
অভিমানী মেঘ বর্ষণের অপ্রাপ্তিতে
আমি মোনালিসার মত নির্বিকার তাকিয়ে রবো।

আমি হয়তো খুব সামান্য কারণে মারা যাবো।
খুব সামান্য কিছুর আক্ষেপ নিয়ে মারা যাবো ।

তোমার দেয়া খুদে বার্তার
জ্বলজ্বলে প্রদীপ রেখায়
আমার ছলকে ওঠা খুশির জোয়ার
হারানোর বেদনায়
কিংবা রাতভর আলাপনে
ঘুমঘরে ঘোর বিরতির কাটতি নেশায়
আমি হয়তো মারা যাবো।
হপ্তা বাদের রাগ ভাঙ্গা হাসির জোয়ার
নেলপলিশে লেগে থাকা
চাপা খুনসুটি হারানোর বেদনায়
পেঁজাতুলো শরীরের অলিতে-গলিতে
জড়ানো ভালোবাসা
ঠুনকো কাঁচের দেয়ালের মতো
ভেঙে পড়ার আশঙ্কায়
আমি হয়তো মারা যাবো।

আমি হয়তো খুব সামান্য কারণে মারা যাবো।
খুব সামান্য কিছুর আক্ষেপ নিয়ে মারা যাবো ।



প্রকাশকালঃ আগস্ট ১৮, ২০১৮ ইং