তোমাকে দেখেছি আমি
শীতের সকালে শিশির বিন্দুতে
বসন্তের পড়ন্ত বিকেলে,
তোমাকে দেখেছি আমি
নদীর স্রোতে, সমুদ্রের উত্তাল তরজ্ঞে।
তোমাকে দেখেছি আমি
গাছের ছায়ায়, পুষ্পের মাঝে।
তোমাকে দেখেছি আমি
সুউচ্চ পাহাড়ের ঝর্ণা ধারায়।
তোমাকে দেখেছি আমি
অনন্ত লোকের মাঝখানে।
তোমাকে দেখেছি আমি
কোন এক সপ্ন রজনীতে
কোন দিন পেলে আসা স্মূতির মাঝে।
অবশেষে তোমায় দেখেছি
আমার হৃদয় মাঝে।।।