আমার কর্ম ক্লান্তি
আমার ভুল ভ্রান্তি
তোমায় ঘিরে-
তোমার শান্তি সুখ
তোমার শ্রীমুখ
আমায় নিয়ে।
আমার ধ্যান ধারণা
আমার জ্ঞান গরিমা
তোমায় পেয়ে-
তোমার আশা বাসা
তোমার কান্না হাসা
আমায় চেয়ে।।।