আমি শুনতে চাই না
সেদিন ছিল কতনা হাহাকার।
আমি দেখতে চাই না
সেদিনের সব লাশের সমাহার।
আমি খুঁজতে চাইনা
কতনা জীবনের কষ্টের দীর্ঘশ্বাস।
আমি চাইনা দিতে
স্বজন হারা মানুষকে মিথ্যে আশ্বাস।
আমি শুনতে চাইনা
লাখ বীরাঙ্গনার কান্নার হুংকার।
আমি দেখতে চাইনা
সন্তান হারা সেই মায়ের চিৎকার।
আমি দেখতে চাই!
সেদিনের সব রাক্ষসের সর্দার।
শাসনের নামে শোষণ করে
যে করেছে অত্যাচার।