একটি ছোট্ট শব্দ
সাথে অনেক আবেগ
আর,একটু অনুরাগ
তার সাথে একটু খানি কষ্ট
'মা', সেই শব্দ।
যখন আমি ছিলাম ছোট
কেঁদে আমার দিন শুরু হত
মা আমায় করত শান্ত
আর আমি..
মার জামা কাপড় করতাম নষ্ট
দিতাম তাকে অনেক কষ্ট।
পারেনি সে থাকতে সুখী
সে যে হল চির দুঃখী
কারন সে যে মা..
যখন আমি থাকতাম বাইরে
মা থাকত দড়জার পাশে বসে
ভাবত খোকা আসবে চলে
চাখ রাখত তাই,পথের পানে
মা আমার মা
জানি মা সবার আছে
অনেকের পোড়া কপালও থাকে
মা কে সে না দেখতে পারে
না পারে মার আদর খেতে।
ছোট্ট বেলায় আমি যখন
ভুগতাম অসুখে
মা আমার পাশেই বসে
থাকত সারারাত জেগে।
খোদার কাছে করত প্রার্থনা
যাতে আমি না পাই যন্ত্রনা।
আমার প্রান, ভিক্ষা চাইতো সে
নিজের প্রানের বিনিময়ে।
মা..ও...মা
আমায় কর ক্ষমা
দিয়েছি তোমায় কত যন্ত্রনা
আমার জন্য কেঁদেছ কতনা
তোমায় আর কঁদতে দেবো না।
তখন আমার কি হবে
যখন তুমি রইবেনা পাশে
মা বলে ডাকব কাকে
কে আমায় ভালোবাসবে?
ভেবেই গা শিহরে ওঠে।
হূদয়ে থাকবে যতদিন প্রান
তোমার জন্যই দিব জান
তোমায় আমি ভাসব ভালো
যতদিন আমি বেঁচে থাকব।