পাখির কিচির মিচির শব্দে ভাঙল ঘুম।
তোমার কথা মনে পরছে খুব।
এমনি এক রোদ্দুজ্জ্বল সকালে বেলা,
হঠাৎ করেই তোমার সাথে হয়েছে দেখা।
সেদিন তুমি হাসছিলে আপন মনে।
আড় চোখে তাকিয়ে ছিলে আমার পানে।
তোমার ঐ হরিনি চোখের চাউনি,
আমার দৃষ্টি ধরে রাখতে পারেনি।
কোনসে অদ্ভুত টানে,
তোমাকেই শুধু দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে কর বলতে-
তুমি অপরূপ,
তুমি সুন্দর।
তুমি দক্ষিনা হাওয়া,
তুমিই নীল আকাশের চাঁদ।
তুমিই জোৎসনা মাখা,
তোমায় ছাড়া যায়না বাঁচা।
তুমি শুধু হাসলে......
অতপর হারিয়ে গেলে।
পেলাম না তোমায় খুজে।
কোথায় চলে গেলে।
ফির এসো এ হূদয়ে।
তোমায় ছাড়া বাঁচব কেমনে?