আমি গাইব তরুনের গান।
ধরিয়াছি যে পন।
গাইব শিকল ভাঙার গান।
করিয়াছি যে পন।
অত্যচারীর অত্যাচার,
আর সইব না।
অত্যচারীরা এবার তো আর,
নিস্তার পাবে না।
জাগিয়াছে তরুন,নিভাইবে আগুন।
যা জ্বালাবে শোষক শ্রেনী।
তারুন্যের আগুনে পুড়বে শোষক,
মুছবে সকল গ্লানী।
আমরা তরুন,ধরিয়াছি পন,
আনিব নতুন সূর্য।
পৃথিবীকে মোরা নতুন করা
সাজিয়ে হব ধন্য।
মোদের রয়েছে তারুন্য।