আমার তরে গল্পরা আজ বিপ্লব ডাকে পথে
স্লোগান মুখর পরিবেশে তাই শেষকৃত্য সাজে।
রাজপথে আজ আলতা সাজায় ;রক্ত কান্নার রঙে,
এ-পথ ধরেই হেঁটে চলি আমি পর-পথের সন্ধানে।
আমার পরিচয় মুছে উবে যায় , নতুন স্নানের জলে,
রক্ত পিপাসুর তৃষ্ণা মিটে ; গোলাপ জলের ঘ্রাণে।
ভোর হবে বলে সূর্যি মামা উঁকি দেয় পূর্বাকাশে,
কাশ- বনে আজ হায়না ডাকে ,তাণ্ডব নৃত্য তালে।